শিক্ষাই আলো
ফেনী জেলার উত্তরাঞ্চলের সীমান্তবর্তী পরশুরাম উপজেলার অন্তর্গত অনন্তপুর মৌজায় প্রায় ৩ একর জায়গার উপর পরশুরাম সরকারি কলেজ অবস্থিত। কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী, মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল করিম মজুমদার (খোকা মিয়া) ১৯৭২ সালের ১লা জুলাই কলেজটি প্রতিষ্ঠা করেন। ১৯৯৩ সালে কলেজটি জাতীয়করণ করা হয়। জাতীয়করণের সময় অধ্যক্ষ, উপাধ্যক্ষ সহ মোট ২৩ জন শিক্ষক ও ১১ জন কর্মচারীর চাকুরি সরকারি করা হয়। বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক ও ডিগ্রী কোর্স চালু রয়েছে। শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২০০০ জন, মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৮ একর। প্রশাসনিক ও শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য মোট ৫ টি বহুতলা ভবন রয়েছে। অত্র অঞ্চলের উচ্চশিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে কলেজটি প্রতিষ্ঠাকালীন সময় থেকে অদ্যাবধি সুনামের সাথে এগিয়ে যাচ্ছে। পরশুরাম ও ফুলগাজী উপজেলার কোনো অনার্স কলেজ না থাকার পরশুরাম সরকারি কলেজে অনার্স কোর্স চালু করা এখন সময়ের দাবী। ইতিমধ্যে কলেজটিতে আরো ৩২ জন শিক্ষকের পদ সৃজনের প্রস্তাবনা শিক্ষামন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।
স্মার্ট বাংলাদেশ নির্মাণে শিক্ষার গুণগত ও মানসম্মত তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষাপ্রদানে কলেজটি নিরন্তর কাজ করে যাচ্ছে।
Prof. Abu Kawsar Md. Hares
Principal
Parshuram Govt. College, Feni
পরশুরাম সরকারি কলেজটি ফেনী জেলার অন্তর্গত পরশুরাম পৌরসভার অনন্তপুর মৌজায় অবস্থিত। অত্র অঞ্চলের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে মহান মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল করিম মজুমদার(খোকা মিয়া) ১৯৭২ সালের ১লা জুলাই কলেজটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকালীন সময় থেকে আজ অবধি ফেনী জেলার উত্তর অঞ্চলের এই কলেজটি উচ্চশিক্ষা বিস্তারে ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শিক্ষার গুণগত, মানসম্মত আধুনিক নৈতিক বিজ্ঞানসম্মত জ্ঞানপ্রদানে অত্র কলেজের সকল শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আধুনিক তথ্যপ্রযুক্তি নির্ভর অফিস ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের ভর্তি ও ফি আদায়, আধুনিক ল্যাব, ফলাফল প্রদান, অনলাইন ক্লাস এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম, আধুনিক লাইব্রেরি, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্নারের মাধ্যমে শিক্ষার্থীদেরকে উন্নত সেবা দেয়ার লক্ষ্যে কলেজ এগিয়ে যাচ্ছে।
উন্নয়নের পথচলায় কলেজের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, অভিভাবক, প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের সার্বিক সহযোগিতা কামনা করছি।
(English)
Parshuram Government College is located at Anantapur Mouja in Parshuram Municipality under Feni district. The college was established on July 1, 1972, by freedom fighter Late Aminul Karim Majumder (Khoka Mia), an organizer of the Great Liberation War, to create opportunities for higher education in the region. Since its inception till date, this college in the northern region of Feni district has been playing an important role in spreading higher education and human resource development. All the teachers, officers and employees of this college are working tirelessly to provide quality modern moral scientific knowledge of education. The college is moving ahead to provide better services to the students through modern information technology-based office management, admission and fee collection of students, modern labs, result publish, online classes and multimedia classrooms, modern libraries, liberation war and Bangabandhu Sheikh Mujibur Rahman Corner.
I seek the cooperation of all the students, teachers, employees, parents, administration and political leadership of the college in the path of development.